Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

বালাগঞ্জ উপজেলার পূর্ব-দক্ষিনে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দ্বি-তল ভবনে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯৬৮ ইং সনে  স্থাপিত হয়। প্রায় ০৪ (চার) লক্ষ মানুষ স্বাস্থ্য সেবার জন্য সম্পূর্ন রূপে এই প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে ৩০০ জনেরও বেশি রোগী আউটডোর এবং ২০ (বিশ) জনেরও বেশি রোগী ইনডোর সেবা গ্রহন করে। তাছাড়াও যক্ষা, পরিবার-পরিকল্পনা, মাতৃ-শিশু স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন,মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা, বিভিন্ন প্রকার টিকা, শিশু সেবাকেন্দ্র, স্বাস্থ্য শিক্ষা, এ্যাম্বুলেন্স সেবা (ফি প্রদান সাপেক্ষে)  বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ বিভিন্ন ধরনের সেবা সম্পূর্ন বিনামূল্যে এই প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয়।  অতীতের মতো এই সকল সেবা সহ আগামীতে আরও আধুনিক এবং উন্নত সেবা প্রদানে সর্বত্বক চেষ্টা  চালিয়ে যাবে।

ছবি